শুভ নববর্ষ 1425
পহেলা বৈশাক
এসো এসো এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্যুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, মুছে যাক জরা,
অগ্নিস্মানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি আনো আনো আনো তব প্রলয়ের শাখঁ
মায়ার কুজুটিজাল যাক দূরে যাক।
বৈশাখ ছন্দ
বৈশাখ ছন্দ
কোন দেশেতে তরুলতা
সকল দেশের চাইতে শ্যামল
কোন দেশেতে চলতে গেলেই
দলতে হয় রে দূর্বো কোমল
কোথায় ফলে সোনার ফসল
সোনার কমল ফোটেরে
সে আমামাদের বাংলাদেশ
আমাদেরই বাংলা র।

Comments
Post a Comment