শুভ নববর্ষ শুভেচ্ছা ব্যানার

শুভ নববর্ষ শুভেচ্ছা ব্যানার
আপনি আপনার বন্ধু কিংবা ফ্যামিলীকে শুভেচ্ছা





পহেলা বৈশাক
এসো এসো এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্যুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, মুছে যাক জরা,
অগ্নিস্মানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি আনো আনো আনো তব প্রলয়ের শাখঁ
মায়ার কুজুটিজাল যাক দূরে যাক।


বৈশাখ ছন্দ


কোন দেশেতে তরুলতা
সকল দেশের চাইতে শ্যামল
কোন দেশেতে চলতে গেলেই
দলতে হয় রে দূর্বো কোমল
কোথায় ফলে সোনার ফসল
সোনার কমল ফোটেরে
সে আমামাদের বাংলাদেশ

আমাদেরই বাংলা র।

Comments